Raja Raghuwanshi , Sonam Raghuwanshi (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৬ জুন: ইন্দোরের (Indore) নব বিবাহিত দম্পতি (Indore couple) মেঘালয়ে (Meghalaya) হানিমুনে গিয়ে যখন নিখোঁজ হয়ে যান, তা নিয়ে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়। এক নাগাড়ে খোঁজ খবর, তল্লাশির পর অবশেষে ওই দম্পতির একজন অর্থাৎ রাজা রঘুবংশীর দেহ পুলিশ (Police) উদ্ধার করে। তবে সোনম রঘুবংশীর খোঁজ এখনও মেলেনি। সোনম কোথায় রয়েছে, কীভাবে রয়েছেন, তা অজানা পুলিশের। ফলে সোনম রঘুবংশীকে নিয়ে জোর তল্লাশি শুরু হয়েছে। সোনম রঘুবংশীর (Sonam Raghuvanshi) খোঁজ যখন মিলছে না, সেই সময় তাঁর বাবা মেয়েকে খুঁজে পেতে এবার জ্যোতিষীর সাহায্য নিলেন। বাড়ির দেওয়ালে এবং সিঁড়িতে উলটো করে ঝুলিয়ে দিলেন সোনমের ছবি। জ্যোতিষীর কথা মেনেই তাঁরা সোনমের ছবি বাড়ির দেওয়ালে উলটো করে ঝুলিয়ে দেন বলে জানান দেবী নামে ওই ব্যক্তি। তাঁর মেয়ে যাতে সুস্থভাবে ফিরে আসে, তার জন্যই দেবী সিংওই পদক্ষেপ করেন বলে জানান।

দেখুন সেই করুণ ভিডিয়ো...

 

আরও পড়ুন: Meghalaya Murder Mystery: রক্তমাখা রেইনকোটে খুনের গন্ধ ; নব্য বিবাহিত রাজাকে মেঘালয়ে কারা মারল? সোনম রঘুবংশী কি হাওয়া হয়ে গেলেন মেঘালয়ের পাহাড় থেকে?

প্রসঙ্গত রাজা এবং সোনমের বিয়ে হয় গত ২১ মে। বিয়ের পর হানিমুনে তাঁরা মেঘালয়ে যান। মেঘালয়ে তাঁরা যখন পাহাড়ে চড়তে যান, সেই সময় হঠাৎ করে রঘুবংশী দম্পতির সঙ্গে বাড়ির লোকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই রাজা, সোনমের খোঁজে পুলিশ তন্ন তন্ন করে তল্লাশি শুরু করে।

অবশেষে পাহাড়ের গর্ত থেকে রাজা রঘুবংশীর দেহ পুলিশ উদ্ধার করে। তাঁর দেহ সনাক্ত করা হয় হিরের ব্রেসলেট দেখে। ড্রোনের মাধ্যমে রাজা রঘুবংশীর দেহ উদ্ধার হলেও, সোনমের খোঁজ মেলেনি। একটিমাত্র রেইনকোট পুলিশ উদ্ধার করতে পেরেছে। সেটিতে রক্তের দাগও পুলিশ দেখতে পায়। তবে তা সোনমের কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।