Medicine (Photo Credit: Pixabay)

দিল্লি, ১৬ মে: ওষুধের (Medicine) দাম কমাল কেন্দ্রীয় সরকার। ডায়াবেটিস, হৃদরোগ সম্পর্কিত একাধিক ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। রিপোর্টে প্রকাশ, হৃদরোগ, ডায়াবেটিস এবং অন্য রোগের সঙ্গে সম্পর্কিত ৪১টি ওষুধের  দাম কমিয়েছে সরকার। ফার্মাসিউটিক্যাল এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বিভাগের একটি বিজ্ঞপ্তি অনুসারে, ডায়াবেটিস, শরীরের বিভিন্ন অংশের ব্যথা, কার্ডিওভাসকুলার, লিভারের সমস্যা, অ্যান্টাসিড, সংক্রমণ, অ্যালার্জি, মাল্টিভিটামিন এবং অ্যান্টিবায়োটিকের একাধিক ওষুধের দাম কমানো হয়েছে।

ওষুধের দাম এবং ফর্মুলেশন পরিবর্তন করা NPPA-এর মতো নিয়ন্ত্রক সংস্থার জন্য এই ধরনের কাজ একটি নিয়ম মাফিক কাজ। যে কোনও ধরনের গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমানোয় তা যদি সাধারণ মানুষের পক্ষে সাশ্রয়ী হয়, সেই বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানান  NPPA-এর এক আধিকারিক।

পরিসংখ্যান বলছে,  ভারতে ১০ কোটির বেশি ডায়াবেটিস রোগী রয়েছেন। ফলে এই  ওষুধের দাম কমলে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।