Bomb Threat on Air India Flight (Photo Credit: X)

ফের এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বড়সড় দুর্ঘটনা ঘটতে চলেছিল। তবে পাইলটের তৎপরকতায় এ যাত্রা থেকে রক্ষা্ পেল অসংখ্য যাত্রী। বেঙ্গালুরু থেকে দিল্লিগামী একটি ফ্লাইট উড়ানের আগেই অসুস্থ হয়ে পড়লেন তার পাইলট। সেই অবস্থায় যাত্রীদের নিয়ে উড়তে রাজি ছিলেন না পাইলট। তাই তড়িঘড়ি তাঁকে নামিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এই ঘটনার কারণে দীর্ঘক্ষণ বিমানটি রানওয়েতে দাঁড়িয়েছিল। ঘন্টাখানেক অপেক্ষার পর অন্য একজন পাইলট এসে বিমানটি উড়িয়ে নিয়ে যায়।

অসুস্থ হয়ে পড়েন পাইলট

শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে এআই২৪১৪ বিমানের সঙ্গে। জানা যাচ্ছে, রোস্টার অনুযায়ী এই বিমানটি যে পাইলটের চালানোর কথা ছিল, সে ককপিটে উঠে পড়েন। কিন্তু টেক অফের কিছুক্ষণ আগেই সে অসুস্থবোধ করেন। তাই য়ে বিমানকর্মী ও কর্তৃপক্ষদের তা জানিয়ে দেন। এরপর তড়িঘড়ি সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে এবং পাইলটকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানেই ভর্তি ও চিকিৎসকদের তত্ত্বাবোধানে রয়েছেন।

আহমেদাবাদে বিমান দুর্ঘটনা

এদিকে অন্য একটি পাইলটকে তড়িঘড়ি সেই ফ্লাইটে পাঠানো হয়। তারপর সে ব্যাঙ্গালুরু থেকে দিল্লিতে বিমানটি নিরাপদে নিয়ে যান। প্রসঙ্গত, গত মাসেই আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয়। যেখানে মৃত্যু হয় পাইলট, কর্মী সহ ২৩১ জন যাত্রীর। লন্ডনগামী এই বিমানটির কেন দুর্ঘটনা ঘটল, সেই রহস্য এখনও সামনে আসেনি। তারমধ্যে আবারও যাতে দ্বিতীয় বড় দুর্ঘটনা না ঘটে, সেদিকে সতর্ক রয়েছেন এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীরা।