
ইরান (Iran) থেকে নিথোঁজ তিন ভারতীয়। তেহরান বিমানবন্দর থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ যুবকদের পরিবারের। পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়া যাওয়ার। কিন্তু তার আগেই ইরান থেকে উধাও হন তিন পঞ্জাবের বাসিন্দা। যুবকদের জন্য খোজাখুঁজি শুরু করে দিয়েছে ইরানে অবস্থিতি ভারতীয় হাই কমিশনের আধিকারিকরা। যদিও এখনও পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি বলেই খবর। এদিকে জসপাল সিং, হুশানপ্রীত সিং ও অমৃতপাল সিংয়ের পরিবারের কাছে প্রতিটা মুহূর্ত উৎকন্ঠার মধ্যে কাটছে।
নিখোঁজ যুবকদের খোঁজা হচ্ছে
এই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কিছুদিন আগেই তেহরান থেকে তিন ভারতীয় যুবক নিথোঁজ হয়েছেন। আমরা তাঁদের অবস্থান, নিরাপত্তা এবং তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য ইরান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে থেকেছি। ইরানের পক্ষ থেকে আমরা ভালো সহযোগীতা পাচ্ছি। এমনকী নিখোঁজদের পরিবারের সঙ্গেও যোগাযোগ থাকছে। আমরা সবরকম সহায়তা প্রদান করছি।
অস্ট্রেলিয়া যাওয়ার পথে নিখোঁজ
প্রসঙ্গত, সম্প্রতি কাজের খোঁজে এবং পাকাপাকিভাবে থাকার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিন পাঞ্জাবী যুবক। গত ১ মে তেহরানে থামে তাঁদের বিমান। বিমান থেকে নেমে কিছুক্ষণ বিমানবন্দরে ঘোরাঘুরি করছিলেন তাঁরা। তারপর অপহৃত হন তাঁরা। পরিবারের অভিযোগ, ভুল এজেন্টের ফাঁদে পা দিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছিলেন যুবকরা। যদিও এখনও পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি বলে খবর।