দিল্লি পুলিশের সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালানো নিয়ে এবার মুখ খুললেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।এই বিষয়ে তিনি জানান, "বিজেপি সরকার দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে সাংবাদিক, কার্টুনিস্ট এবং সমাজকর্মীদের বাড়িতে তল্লাশির নামে আক্রমন চালিয়েছে। তাঁদের মোবাইল ফোন এবং ল্যাপটপ কেড়ে নেওয়া হয়েছে। এটাতেই বোঝা যাচ্ছে কিভাবে দিল্লি পুলিশ, ইডি এবং সিবিআইকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে।
অপরদিকে হাইকোর্টের তরফে টিএমটি নেতাদের ওপর দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার কথা বলা হলেও কেন্দ্রীয় সরকার ইডি এবং সিবিআইকে তা করতে দিচ্ছেন না। বিজেপি এবং টিএমসি নাটক করছে।"
বিদেশী ফান্ড দ্বারা সংস্থা চালানোর অভিযোগে দিল্লি পুলিশের তরফ থেকে বেশ কিছু সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। বেশ কিছু জনকে আটক করে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। সেই ইস্যুতেই এবার কেন্দ্র সরকারকে তোপ দাগলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।
#WATCH | CPI(M) West Bengal State Secretary Md Salim says, "BJP govt along with Delhi Police attacked the houses of journalists, cartoonists and activists and in the name of raids, took away their mobile phones and laptops. This shows how the Delhi Police, ED and CBI are being… pic.twitter.com/HldRNlWxd8
— ANI (@ANI) October 4, 2023