দিল্লি, ৭ ডিসেম্বর: দিল্লির পুরনিগমের (MCD Polls) ভোটে এবার জয়জয়কার আপের (AAP)। এমসিডি নির্বাচনে আপের দখলে ১৩৪টি আসন। অন্যদিকে বিজেপি (BJP) দখল করছে ১০৪টি আসন। দিল্লির পুরনিগমে ক্ষমতা দখল করতে ১২৬টি আসন নিজেদের দখলে রাখতে হত যে কোনও শিবিরের। সেই লড়াইয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরকে পিছনে ফেলে এগিয়ে যায় আম আদমি পার্টি। দিল্লি পুরনিগমের ভোটে কংগ্রেস পেয়ে ৯টি আসন। দিল্লিতে অন্যান্য দল পেয়েছে ৩টি। বুধবার বেলা যত গড়াতে থাকে, তত আপের জয়ের ছবি স্পষ্ট হতে শুরু করে। আপের জয়ে উচ্ছ্বসিত হরভজন সিং। হরভজন সিং বলেন, এটা বড় জয়। এমসিডি নির্বাচনে এই জয়ের জন্য অপেক্ষা ছিল। কেজরিওয়ালজি-সহ আপের প্রত্যেককে এই জয়ের জন্য শুভেচ্ছা জানান হরভজন সিং (Harbhajan Singh)।
It is a big victory. This was a big task to achieve. I extend congratulations to all including Kejriwal ji: Former cricketer and AAP MP Harbhajan Singh on AAP's win in the Delhi MCD elections pic.twitter.com/yix85hqDoR
— ANI (@ANI) December 7, 2022
দিল্লিতে পুরনিগম এতদিন বিজেপির দখলেই ছিল। বিজেপির গত ১৫ বছরের দখলদারি সরিয়ে এবার দিল্লি পুরনিগম হাতে নিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পুরনিগমের ভোটে আপের জয়ের পর প্রত্যেক দিল্লিবাসীকে শুভেচ্ছা জানান অরবিন্দ কেজিরওয়াল।