Representational Image (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ নয়ডার (Noida) বেসরকারি কলেজে (Private College) ছড়াল চাঞ্চল্য। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার এমবিএ পড়ুয়া। গুরুতর আহত অবস্থায় উদ্ধার মৃত পড়ুয়ার বন্ধু। একই সঙ্গে ওই কলেজের হোস্টেলে থাকতেন তাঁরা, এমনটাই খবর। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার নলেজ পার্ক-৩ এলাকার এক বেসরকারি ব্যবস্থাপনা ও প্রযুক্তি ইনস্টিটিউটে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে হোস্টেল রুমের একটি ঘরে আলো জ্বলতে দেখে তা নেভাতে যান নিরাপত্তারক্ষী। ওই ঘরের সামনে যেতেই কান্নার শব্দ শুনতে পান তিনি। কিন্তু ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় দ্রুত হোস্টেলের ওয়ার্ডেনকে বিষয়টি জানান তিনি। এরপর দু'জনে মিলে ব্যালকনি থেকে ঘরের ভেতরে উঁকি দিয়ে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে দুই পড়ুয়াএরপর ঘরের দরজা ভেঙে দেখা যায়, একজোনের অবস্থা আশঙ্কাজনক আর অপরজন মৃত। সঙ্গে সঙ্গে আহত পড়ুয়াকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। ঘরের মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল, কে কাকে গুলি করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল।

হোস্টেলের ঘরে রহস্যমৃত্যু পড়ুয়ার, হাসপাতালে আশঙ্কাজনক তাঁর রুমমেট,উদ্ধার পিস্তল