Explosion at Baghjan Oil Well in Assam (Photo Credits: ANI)

তিনসুকিয়া, ২২ জুলাই: প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কূপে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে আসামের তিনসুকিয়া জেলার বাঘজান গ্রামে। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ৩ বিদেশি বিশেষজ্ঞ। স্থানীয় হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তাঁরা। জুন মাসের শুরুতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল এই তৈলকূপে। সেই আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ওই তিন বিদেশি বিশেষজ্ঞ। এএনআই-র খবর অনুযায়ী, অয়েল ইন্ডিয়ার অধীনে থাকা তৈল খনির পাঁচ নম্বর কূপে বিস্ফোরণটি ঘটে।

গত ২৭ মে বিস্ফোরণ ঘটেছিল এই তৈলকূপে। এরপর সেখান থেকে ক্রমাগত গ্যাস নির্গমণ হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। ক্ষত মেরামত করতে হিমশিম অবস্থা হয় প্রশাসনের। যার জেরে ৯ জুন ফের ভয়াবহ বিস্ফোরণ হয়। ৫০ দিন কেটে গেলেও গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার জেরে সিঙ্গাপুরের ৩ সদস্যের একটি দলকে পাঠানো হয় ঘটনাস্থলে।

তৈলকূপের কাছাকাছি থাকা ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান এবং মাহুপি মোটাপুং জলাভূমি ব্য়পক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।