নির্যাতিতা গৃহবধূ (ছবিঃX)

নয়াদিল্লিঃ শৌচালয়ে (Toilet) যাওয়ার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন সেখান থেকেই অপহরণ করা হয় গৃহবধূকে(Housewife) এরপর ১১ দিন আটকে রেখে তাঁকে লাগাতার গণধর্ষণ (Gang Rape) ১১ দিন পর রাস্তায় ফেলে দিয়ে চলে যাওয়া হয় নির্যাতিতাকে ভয়ে প্রথমে কাউকে কিছু না বললেও অবশেষে পুলিশের দ্বারস্থ নির্যাতিতা হাড়হিম করা ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারে

চলন্ত গাড়িতে গৃহবধূকে টানা ১১ দিন ধরে গণধর্ষণের অভিযোগ

মহিলার অভিযোগ, গত ২৪ এপ্রিল রাতে শৌচালয়ে যাওয়ার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয় একটি গাড়িতে তাঁকে তোলা হয় প্রথমে সেই গাড়িতে জন উপস্থিত ছিল পরে আরও জন গাড়িতে ওঠে এরপর ১১ দিন ধরে চলন্ত গাড়িতে তাঁকে গণধর্ষণ করা হয় মুখে কাপড় ঢুকিয়ে, হাত-পা বেঁধে চলে অত্যাচার এরপর ১১ দিনের মাথায় একটি নির্জন রাস্তায় তাঁকে ফেলে পালায় অভিযুক্তরা বাড়ি ফিরে আসেন ওই মহিলা প্রথমে কাউকে কিছু জানাতে অস্বস্তিতে ভুগলেও, পরে পরিবারকে সবটা জানান তিনি এরপর পুলিশের দ্বারস্থ হলে প্রথমে এফআইআর নিতে চায়নি থানা, এমনটাই অভিযোগ ওই গৃহবধূর পরে আদালতের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার আদালতের নির্দেশে অভিযোগ নেয় পুলিশ অন্যদিকে অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি আসতে থাকে টাকার বিনিময়ে মামলা তুলে দেওয়ার জন্য চদাপ দেওয়া হয় এমনকী মামলা না তুললে, প্রাণে মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় আপাতত মামলাটি স্থানীয় ডিএসপির হাতে দেওয়া হয়েছে নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে

বাড়ির বাইরে থেকে অপহরণ, টানা ১১ দিন ধরে গৃহবধূকে লাগাতার গণধর্ষণ, অধরা ৭ অভিযুক্ত