
গত মে মাসে মাইনিংয়ের কাজে ব্যবহার করা বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল ওড়িশা-ঝাড়খণ্ডের সীমান্তবর্তী সুন্দরগড় জেলায়। সেই সময় মাওবাদী ফাঁদ পেতে ২০০ প্যাকেট বিস্ফোরক লুট করে (Odisha Robbery Case)। যার আনুমানিক ওজন ছিল আড়াই টন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই সেই বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। তবে সেই সময় কোনও মাওবাদীকে গ্রেফতার করা যায়নি। ধরপাকড়ের মাঝে তাঁরা ঝাড়খণ্ডের জঙ্গে গা ঢাকা দিয়ে দেয়। তবে ঘটনার ১৮ দিনের মাথায় রাউরকেলা পুলিশ আটক করল স্থানীয় এক যুবককে।
ধৃত যুবকের সঙ্গে মাওবাদীদের যোগসূত্র
পুলিশসূত্রে খবর, ধৃত যুবকের নাম জর্জ মুন্ডা। স্থানীয় ওই যুবকের সঙ্গে ঝাড়খণ্ডের সারান্ডা এলাকা মাওবাদীদের যোগাযোগ ছিল। অভিযোগ, সেই সূত্রেই জর্জ মুন্ডা মাওবাদীদের আগাম খবর দিয়েছিল যে ওই রাস্তা দিয়ে বিস্ফোরক যাবে। তারপরেই গত ২৭ মে বিস্ফোরক ভর্তি ট্রাকটি লুট করে পালায় অভিযুক্ত। রবিবার তাঁকে গ্রেফতার করেছে রাউরকেলা পুলিশ সুপারের নেতৃত্বাধীন একটি বিশেষ তদন্তকারী দল।
তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। এই বিস্ফোরক লুট করে কী করত মাওবাদীরা। এবং এই অভিযানে কোন কোন নকশাল নেতা যুক্ত ছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।