Maoist, Representational Image (Photo Credit: ANI)

ফের ঝাড়খণ্ডের (Jharkhand) জঙ্গলে মাওবাদীদের উৎপাত। গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ঝাড়খণ্ড পুলিশ ও সিআরপিএফ1 জওয়ানদের যৌথ বাহিনী গইকেরা জঙ্গলে অভিযান চালায়। আর সেই অভিযানেই ঘন জঙ্গলে খতম হয় মাও এলাকার কমান্ডার অরুণ ওরফে বরুণ ওরফে নীলেশ মাদকাম। ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করে লোকালয়ে আনা হয়েছে। তাঁর থেকে উদ্ধার একাধিক অস্ত্র, নকশাল নথিপত্র সহ একাধিক জিনিস। এই অভিযানে মাওবাদী কমান্ডারের মৃত্যু হলেও তাঁর সঙ্গীরা ঘটনাস্থল থেকে পালিয়েছে। তাঁদের খোঁজে অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান।

অভিযানে ছিল সিআরপিএফের এলিট কমান্ডো ইউনিট

জানা যাচ্ছে, এদিন ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে সিআরপিএফের এলিট কমান্ডো ইউনিট কোবরা ২০৯ বিএন-এর জওয়ানরা যৌথ অভিযান চালায়। আর তাতেই মেলে সাফল্য। গইকেরা জঙ্গলে নকশালদের ডেরা ঘিরে চলে এলোপাথারি গুলি। পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালায় মাওবাদীরাও। তবে তাতে বিশেষ লাভ হয় না। এরমধ্যেই সিআরপিএফ জওয়ানদের গুলিতে গুরুতর আহত হয় অরুণ।

জারি রয়েছে তল্লা্শি অভিযান

অন্যদিকে বিপদ বুঝে পালাতে থাকে বাকি মাওবাদীরাও। এদিকে আহত অবস্থাতেই মৃত্যু হয় অরুণের। তাঁর থেকে উদ্ধার হয়েছে একটি এসএলআর, বেশকয়েকটি কার্তুজ, নকশালদের নথিপত্র এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। পুলিশসূত্রে খবর, পলাতক মাওবাদীরা ছত্তিশগড়ের দিকে পালিয়েছে। ফলে তাঁদের খোঁজে অব্যাহত রয়েছে অভিযান।