চণ্ডীগড়, ২৭ অক্টোবর: Manohar Lal Khattar Takes Oath As Haryana Chief Minister - হরিয়ানার হিসেব মিলে গেল বিজেপির। রবিবার দুপুর ২টোয় দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মনোহর লাল খট্টার। দ্বিতীয়বার মসনদে বসার সরকারি স্বীকৃতি পেয়ে গেলেন মনোহর লাল খট্টার। একক বৃহত্তম দল হলেও, সরকার গড়ার ম্যাজিক সংখ্যা থেকে দূরে ছিলেন খট্টার। শেষ অবধি নতুন জেজেপি-র সমর্থন হরিয়ানায় বিজেপি সরকার টু গড়ে ফেললেন মনোহর লাল খট্টার। ২০১৪ সালে নরেন্দ্র মোদি দেশের মসনদে বসার কয়েক মাস পরেই কংগ্রেসের হুডা সরকারকে চণ্ডীগড়ে রাজভবনে মনোহর লাল খট্টারকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য (Satyadev Narayan Arya)।
মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের সঙ্গে, জোটের ফর্মুলা মেনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেজেপি সভাপতি দুষ্মন্ত চৌতালা। খাট্টার-চৌতালেদর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা, বিজেপি-র শীর্ষস্থানীয় নেতা সহ নানা বিশিষ্ট ব্যক্তিরা। আরও পড়ুন-বই পড়েছি নয়, তিন মাসে অন্তন্ত এক হাজার বই পেয়েছি বলেছি: রাজ্যপাল জগদীপ ধনকড়
Chandigarh: Dushyant Chautala takes oath as the Deputy Chief Minister of Haryana, at the Raj Bhawan. #HaryanaAssemblyPollspic.twitter.com/iXr7oyFauk
— ANI (@ANI) October 27, 2019
ছেলের শপথগ্রহণ দেখতে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী দুষন্ত চৌতালার বাবা অজয় চৌতালা। যিনি গতকাল. শনিবার তিহার জেল থেকে ছাড়া পান। এদিকে, বিজেপি হরিয়ানায় জনাদেশ না মেনে অনৈতিকভাবে সরকার গড়েছে বলে অভিযোগ কংগ্রেসের। হরিয়ানায় কংগ্রেসের শীর্ষ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা তীব্র কটাক্ষ করে দুষন্ত চৌতালাকে উদ্দেশ্য করে বলেন, মানুষের ভোটকে অপমান করেছে জেজেপি। কাকে ভোট দিল জেজেপি সমর্থকরা। আর কাকে সমর্থন দিল দল!
বিরোধীরা একেবারে ছত্রভঙ্গ থাকলেও, প্রচারে ঝড় তুলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি-র মনোহর লাল খট্টর। তাঁর মন্ত্রিসভার আটজন হেরে গিয়েছেন। ববিতা ফোগাত, যোগেশ্বর দত্তদের মত তারকাদের দাঁড় করিয়েও লাভ হয়নি বিজেপির। ৯০ আসনের বিধানসভায় ৪০টি-তে জেতার পর নতুন গঠিত দল জেজেপি-কে সঙ্গে নিয়ে আরও একবার সরকার গড়ছেন মনোহর লাল খট্টর। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দুপুর ২টোয় শপথ নেবেন মনোহর লাল খট্টর। আর কিংমেকারের ভূমিকা নেওয়া জেজেপি প্রধান দুষন্ত চৌতালা (Dushyant Chautala) উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
২০১৪ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভূপিন্দর সিং হুডার সরকারে হারিয়ে প্রথমবার হরিয়ানার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মনোহর লাল খট্টার। ৯০ আসনের হরিয়ানায় বিধানসভায় বিজেপি জেতে ৪০টি আসন, কংগ্রেস ৩০টি। যেখানে সরকার গড়তে ৪৬জন বিধায়কের সমর্থন দরকার ছিল।