পানিপথ: কাশ্মীরের (Kashmir) অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে (Anantnag encounter) শহিদ হয়েছে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) মেজর আশিস ধোনচক (Major Aashish Dhonchak)। রবিবার হরিয়ানার (Haryana) পানিপথে (Panipat) তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার (Haryana CM Manohar Lal Khattar)। তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, "মেজর আশিস ধোনচক একজন প্রতিশ্রুতিবান যুবক (promising young man) ছিলেন। নিজের কাজের জায়গায় মাত্র ১১ বছরের মধ্যে মেজর (Major) পদমর্যাদায় পৌঁছে গেছিলেন তিনি। তাঁর নাম স্মরণীয় ও অমর (Major) করে রাখতে যা যা করণীয় তাই করবে সরকার।" আরও পড়ুন: Mumbai: আরপিএফ কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল হৃদরোগ আক্রান্ত ব্যক্তির
দেখুন ভিডিয়ো:
#WATCH| Panipat: Haryana CM Manohar Lal Khattar meets the family of Major Aashish Dhonchak who lost his life while fighting terrorists in Anantnag encounter.
He says, "Major Aashish Dhonchak was a promising young man. He reached the rank of Major in 11 years of his service...To… pic.twitter.com/s9C88x6JT3
— ANI (@ANI) September 17, 2023