নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি: ভোটের (Lok Sabha Election 2024) দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেই লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী তিনমাসরে জন্য নিজের রেডিও শো মন কি বাতের (Mann Ki Baat) সম্প্রচার বন্ধ করে জানিয়ে দিলেন সামনেই লোকসভা নির্বাচন। ২৫ ফেব্রুয়ারি, রবিবার মন কি বাতের ১১০ তম এপিসোড সম্প্রচার হল। আর এই শো-এর মাধ্যমেই তিনি জানিয়ে দিলেন আগামী ৩ মাসের জন্য বন্ধ থাকতে চলেছে।
আদর্শ নির্বাচনী বিধি মেনে সরকারী মাধ্যমে নিজের এবং সরকারের প্রচার স্থগিত রাখলেন প্রধানমন্ত্রী। তাই এই বছরের দ্বিতীয় অনুষ্ঠানে বিশ্ব নারী দিবস, বিশ্ব বন্যপ্রাণী দিবসের প্রসঙ্গ উল্লেখ করলেন তিনি। পাশাপাশি ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ড নামক একটি প্রতিযোগীতার কথা ঘোষণা করেন তিনি। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী মূলত এই শো-তে সরকারী উদ্যোগ, জনমূখী প্রকল্প, সরকারী নীতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মোদি সরকার গঠনের পর ২০১৪ সালে ৩ অক্টোবর প্রথমবার এই শো-টি সম্প্রচার হয়। তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও আদর্শ নির্বাচনী বিধি মেনে কয়েকমাসের জন্য সম্প্রচার বন্ধ রাখা হয়। পরে নির্বাচনের ফল ঘোষণা হলে আবার চালু করা হয় এই অনুষ্ঠানটি এখনও পর্যন্ত ২২টি ভারতীয় ভাষা, ২৯টি উপভাষা, ১১টি বিদেশী ভাষায় মন কি বাত সম্প্রচার হয়েছে।