মনমোহন সিং(Photo Credit: Getty Images)

নতুন দিল্লি, ১৮ এপ্রিল: দেশজুড়ে করোনার প্রতিষেধক (COVID-19 Vaccine) নিয়ে যে হাহাকার তৈরি হয়েছে তা নিয়ে রবিবার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। টিকাকরণের সংখ্যা যাতে বাড়ানো হয় সেই আবেদন করে তাঁকে চিঠি লেখেন। চিঠিতে তিনি লেখেন, কতজনকে টিকা দেওয়া হচ্ছে তা না দেখে জনসংখ্যার নিরিখে কতজন শতাংশ মানুষ ভ্যাকসিন পেল তা দেখা বেশি জরুরি।

চিঠিতে তিনি লেখেন,"করোনার সঙ্গে লড়ার একমাত্র উপায় টিকাকরণ অধিক সংখ্যায় বাড়ানো। এখনও পর্যন্ত যতজনকে প্রতিষেধক দেওয়া হয়েছে তা অবশ্যই উল্লেখযোগ্য এবং তার পাশাপাশি এও দেখতে হবে জনসংখ্যার নিরিখে কতজন শতাংশ মানুষ ভ্যাকসিন পেল তাও দেখা জরুরি।" তিনি এও বলেন, ভারতবর্ষের কিছু শতাংশ মানুষই এখনও পর্যন্ত টিকা পেয়েছেন। সঠিকভাবে পরিকল্পনা করে তা আরও বাড়ানো উচিত। আরও পড়ুন, কেন্দ্রীয় হস্তক্ষেপে কমল রেমডেসিভির ইনজেকশনের দাম

দেশজুড়ে করোনার উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সঙ্গে বৈঠকের পরই প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আগামী ৬ মাসের মধ্যে যাতে করোনা ভ্যাকসিন বিপুল পরিমানে তৈরি এবং সরবরাহ করা যায় কেন্দ্রের এখন তাই লক্ষ্য হওয়া উচিত বলে জানান তিনি। দেশজুড়ে গত ৪ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পার হয়েছে।