নয়া দিল্লি, ১০ অগাস্টঃ ১৭ মাস পর স্বাধীন সকালের প্রথম চা। আবগারি দুর্নীতি মামলায় গত বছর গ্রেফতার হওয়া দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) জামিনের আবেদন শুক্রবার মঞ্জুর করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালতের পর্যবেক্ষণ, ১৭ মাস ধরে জেলবন্দি থাকার পরেও বিচার প্রক্রিয়া শুরু না হওয়া অনভিপ্রেত। দিনের পর দিন মণীশকে জেলে আটকে রাখা তাঁর নৈতিক অধিকারের বিরুদ্ধে। শুক্রবার সকালেই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জামিনের আবেদন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। মণীশকে স্বাগত জানাতে এদিন তিহাড়ের বাইরে জড়ো হয়েছিলেন বিপুল কর্মী সমর্থকেরা।
জেলমুক্তির পর বাড়িতে মণীশের প্রথম সকাল। শনিবার স্ত্রীয়ের সঙ্গে স্বাধীন সকালের প্রথম চা পান করার ছবি শেয়ার করেছেন আপ নেতা। লিখেছেন, সংবিধান আমাদের ভারতীয়দের যে স্বাধীনতা দেয় তা আমাদের বাঁচার অধিকারকে নিশ্চিত করে। আর ভগবান আমাদের স্বাধীনভাবে সকলের সঙ্গে নিঃশ্বাস নেওয়ার অধিকার দেয়'। শুক্রবার জেল থেকে বেরিয়ে মণীশ সবার আগে ধন্যবাদ জানান বি আর আম্বেডকরকে। জানান, তাঁর শরীরের প্রতিটা ইঞ্চি বাবাসাহেবের কাজ ঋণী। কীভাবে এই ঋণ তিনি শোধ করবেন জানেন না।
স্বাধীন সকালে মণীশের প্রথম চা...
आज़ादी की सुबह की पहली चाय….. 17 महीने बाद!
वह आज़ादी जो संविधान ने हम सब भारतीयों को जीने के अधिकार की गारंटी के रूप में दी है।
वह आज़ादी जो ईश्वर ने हमें सबके साथ खुली हवा में साँस लेने के लिए दी है। pic.twitter.com/rPxmlI0SWF
— Manish Sisodia (@msisodia) August 10, 2024
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি সিবিআই-এর হাতে গ্রেফতার হন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। এরপর ইডির গ্রেফতার করে তাঁকে। বারেবারে মণীশের জামিনের আবেদন বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন আপ সাংসদ সঞ্জয় সিংহ। তবে এই বছরের শুরুর দিকে জামিন পান তিনি। এই মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ইডি এবং সিবিআই দুই তদন্তকারী সংস্থাই কেজরির বিরুদ্ধে মামলা রজু করে। তবে গত জুলাই মাসে ইডি-র মামলায় অন্তর্বর্তী জামিন পান আপ আহ্বায়ক। তবে সিবিআই মামলায় জামিন না মেলায় তিহাড়েই রয়েছেন অরবিন্দ।