Manipur Violence (Photo Credit: ANI/Twitter)

ইম্ফল, ১৭ জানুয়ারি: বুধবার ভোর থেকে ফের উত্তেজনা ছড়াতে শুরু করে মণিপুরে (Manipur)। বুধ ভোরে  মোরেতে (Moreh)  নিরাপত্ত বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। যার জেরে এক পদস্থ আধিকারিকের যেমন মৃত্যু হয়, তেমনি বেশ কয়েকজনের আহত হওয়ারও খবর মেলে। মোরেতে কুকি জঙ্গিদের হামলার জেরে প্রথমে এক কম্যান্ডোর আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে সেই সংখ্যা বাড়তে শুরু করে বলে খবর। আহতদের প্রাথমিক চিকিৎসার পর সঙ্গে সঙ্গে ইম্ফলে স্থানান্তরিত করা হয়। প্রসঙ্গত রাজধানী ইম্ফল থেকে মোরের দূরত্ব মাত্র ১১০ কিলোমিটার। সেখানেই এবার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা।

আরও পড়ুন: Manipur Violence: ঘুমের মাঝে বাহিনীর উপর হামলা জঙ্গিদের, ফের উত্তপ্ত মণিপুরে নিহত নিরাপত্তা আধিকারিক

দেখুন ট্য়ুইট...

 

রিপোর্ট অনুযায়ী, মোরেতে যে মায়ানমার সীমান্ত রয়েছে, তার পাশেই নিরাপত্তা রক্ষীদের ক্যাম্প। নিরাপত্তা বাহিনীর আস্তানা লক্ষ্য করে বোমা ছোঁড়ে অস্ত্রধারীরা। ঘটনার জেরে গোটা এলাকায় মুহূর্তে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।