Rahul Gandhi (Photo Credit: ANI)

দিল্লি, ৩০ জুন: শুক্রবার সকালে মইরাংয়ের উদ্দেশ্যে রওনা দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মইরাংয়ে আশ্রয় শিবিরের মানুষদের সঙ্গে দেখা করে কতা বলবেন কংগ্রেস নেতা। মইরাংয়ের আশ্রয় শিবিরগুলিতে হাজির হয়ে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে ফের ইম্ফলে ফিরবেন রাহুল। ইম্ফলে ফিরে মণিপুরের (Manipur)  ১০ নেতার সঙ্গে রাহুল গান্ধী কথা বলবেন বলে খবর। যাদের মধ্যে ইউনাইটেড নাগা কাউন্সিল রয়েছে বলে খবর। সেই সঙ্গে মণিপুরের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও রাহুল গান্ধাী সাক্ষাৎ করবেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Rahul Gandhi In Manipur: চূড়াচাঁদপুরের আশ্রয় শিবিরে শিশুদের সঙ্গে দুপুরের খাবার খেলেন রাহুল গান্ধী, দেখুন ভিডিয়ো

বৃহস্পতিবার মণিপুরে পৌঁছন রাহুল গান্ধী।  মণিপুরে নেমে উত্তেজনাপ্রবণ চূড়াচাঁদপুরে যাওয়ার সময় আচকে দেওয়া  হয় রাহুল গান্ধীর কনভয়। যা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায়। বিষ্ণুুপুরের কাছে রাহুল গান্ধীর কনভয় থামানোয় শেষে মুখ খোলেন সেখানকার পুলিশ সুপার।

বিষ্ণুপুরের পুলিশ সুপার জানান, রাহুল গান্ধীর যাওয়ার রাস্তায় গ্রেনেড হামলার আশঙ্কা ছিল। সেই কারণে রাহুল গান্ধী যাতে সড়ক পথে না গিয়ে আকাশ পথে যান, তাঁর কাছে সেই আবেদন জানানো হয়।