Rahul Gandhi (Photo Credit: Twitter/PTI)

ইম্ফল, ২৯ জুন: মণিপুরে পৌঁছে এবার চূড়াচাঁদপুরে হাজির হলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। চূড়াচাঁদপুরে হাজির হয়ে সেখানকার আশ্রয় শিবিরে যান রাহুল। চূড়াদাঁদপুরের আশ্রয় শিবিরে হাজির হয়ে সেখানকার শিশুদের সঙ্গে খেতে বসেন রাহুল গান্ধী। চূড়াচাঁদপুরের স্কুলে যে আশ্রয় শিবির তৈরি করা হয়েছে, সেখানকার শিশুদের সঙ্গেই বৃহস্পতিবার দুপুরের খাবার খান রাহুল গান্ধী।

আরও পড়ুন: Rahul Gandhi: রাহুলের রাস্তায় গ্রেনেড হামলার আশঙ্কা থেকেই কনভয় থামানো হয়, জানালেন পুলিশ সুপার

প্রসঙ্গত মণিপুরে পৌঁছলে ইম্ফলে ঢোকার ২০ কিমি আগে আটকে দেওয়া হয় রাহুল গান্ধীর গাড়ি। যা নিয়ে তরজা শুরু হলে, বিষ্ণুপুরের পুলিশ সুপার জানান, নিরাপত্তার কথা মাথায় রেখেই রাহুলের কনভয় থামিয়ে দেওয়া হয়।  তাঁকে চপারে করে চূড়াচাঁদপুরে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয় বলে জানান পুলিশ সুপার। সেই অনুযায়ী রাহুল গান্ধী সড়কপথ ছেড়ে চপারে করে শেষ পর্যন্ত পৌঁছন মণিপুরের উত্তেজনাপ্রবণ এলাকা চূড়াচাঁদপুরে।