Manipur (Photo Credit: File Photo)

ইম্ফল, ৩ অগাস্ট: ফের উত্তেজনা মণিপুরে (Mnaipur)। এবার মণিপুরের বিষ্ণুুপুর থেকে এল সংঘর্ষের খবর। রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার মেইতেই সম্প্রদায়ের একটি দলের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ শুরু হয়। যার জেরে মেইতেই সম্প্রদায়ের ওই মিছিলকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা রক্ষীরা গুলি চালাতে শুরু করেন। বিষ্ণুপুরে ওই সংঘর্ষের খবর ছড়াতেই ইম্ফলে কারফিউ ফের নতুন করে জারি করা হয়েছে। ইম্ফলে বেশ কয়েকদিন ধরে কারফিউ শিথিল করা হলেও, বিষ্ণুুপুরের সংঘর্ষের জেরে ফের তা নতুন করে মোতায়েন করা হয়েছে বলে খবর। বিষ্ণুপুরে নতুন করে সংঘর্ষের জেরে ১৭ জনের আহত হওয়ার খবর মিলছে।

গত ৩ মে থেকে উত্তপ্ত হতে শুরু করে মণিপুর। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে উত্তর-পূর্বের এই রাজ্যে অশান্তি শুরু হয়। যার জেরে বেশ কিছু মৃত্যুর খবরও মেলে। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষে মণিপুর যখন উত্তপ্ত, তখন সে রাজ্যে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন যাচ্ছেন না, তা নিয়ে বাদল অধিবেশনে প্রশ্ন তোলেন বিরোধীরা।