ইম্ফল, ১ সেপ্টেম্বর: ফের উত্তপ্ত মণিপুর (Manipur)। বৃহস্পতিবার মণিপুরের বিষ্ণপুর এবং চাঁদচূড়াপুরে ফের মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে বিবাদ শুরু হয়। গত ২৯ অগাস্ট থেকে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ফের নতুন করে বিবাদ শুরু হওয়ায়, বৃহস্পতিবার পরপর ৮ জনের মৃত্যু হয় বলে খবর। ৮ জনের মৃত্যুর পাশাপাশি ১৮ জন আহত হনবলে খবর। যা নিয়ে শেষ পর্যন্ত মুখ খোলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মুখ্যমন্ত্রী বলেন, মণিপুরের পরিস্থিতি উত্তপ্ত। প্রত্যেকে যাতে শান্তি রক্ষায় সচেষ্ট হন, সেই আবেদন করেন মুখ্যমন্ত্রী।
বিষ্ণপুর এবং চূড়াচাঁদপুরের পাশাপাশি চিংপেই এবং কৌসাবাঙ থেকেও ক্রমাগত নতুন করে গুলি চালানোর শব্দ আসতে শুরু করে। এসবের মাঝে গত ২৯ অগাস্ট গ্রামরক্ষা কমিটির এক সদস্যের মৃত্যু হয় বলে জানা যায়। খউরেংতাকে বছর ৩০-এর ওই যুবকের মৃত্যু হয় গোলাগুলির মাঝে পড়ে। এরপর নারায়েনসেনাও এক ব্যক্তির মৃত্যু হয় গুলি লেগে।
মণিপুর যখন ফের নতুন করে উত্তপ্ত হতে শুরু করে, সেই সময় চূড়াচাঁদপুর,বিষ্ণপুর-সহ বিভিন্ন উপদ্রুত এলাকায় শুরু হয় তল্লাশি। এক নাগাড়ে তল্লাশির জেরে সেখান থেকে বিস্ফোরক উদ্ধার হয় বলে খবর। বিস্ফোরকের পাশাপাশি একাধিক অস্ত্রও উদ্ধার করা হয়।