Manipur (Photo Credit: Twitter)

সংরক্ষনকে কেন্দ্র করে জ্বলছে মণিপুর। হিংসার জেরে মণিপুরে(Manipur) বেশ কয়েকটি জেলা বিপর্যস্ত। এর মধ্যেই রাজ্যে নামানো হয়েছে সেনা। পাশাপাশি আসাম রাইফেলস (Assam Rifles) এবং প্রশাসনের তরফে ২৪ ঘন্টা নজরদারীর পর অবশেষে শান্তি ফিরেছে বেশ কিছু এলাকায়। মণিপুরের হিংসা ছড়িয়ে পড়ার পর তা রুখতে সেনা এবং আসাম রাইফেলসের কাছে  সহায়তা চাই মণিপুরের সরকার। তসেই পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য পাঠানো হয় সেনা। সেনা ও আসাম রাইফেলস একযোগে বিগত ২৪ ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটনাতে সমর্থ হয়েছে।

যার জেরে শুক্রবার থেকে চূড়াচাঁদপুর, কেপিআই, মোরে এবং কাকচিং এলাকা নিজেদের দখলে নিয়েছে সেনা। এখনও পর্যন্ত ১৩ হাজার নাগরিককে সরানো হয়েছে উপদ্রুত এলাকা থেকে। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন ত্রাণশিবিরে। যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেট ব্যবস্থার।

পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে বলে জানিয়েছে ভারতীয় সেনা। সবার যৌথ উদ্যোগেই মণিপুরের হিংসার ঘটনাকে নিয়ন্ত্রনে আনা হয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে।