ইম্ফল, ২৪ জুলাই: মণিপুর নিয়ে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে। গত ৩ মে থেকে মণিপুরে উত্তেজনা ছড়ানোর পর থেকে এখনও পর্যন্ত ৭ মহিলার উপর নির্যাতন হয়েছে। এমনই দাবি করা হল মণিপুরের একটি সংগঠনের তরফে। মণিপুরের ওই সংগঠনের দাবি, ৩ মের পর থেকে উত্তর-পূর্বের এই রাজ্যে মোট ৭ জন কুকি-জমি সম্প্রদায়ের মহিলাকে ধর্ষণ করা হয়েছে। যদিও মণিপুরের ওই সংগছনের দাবিতে কার্যত নস্যাৎ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি দাবি করেন, মণিপুর উত্তপ্ত হওয়ার পর সে রাজ্যে মহিলাদের উপর ১টি যৌন হেনস্থার অভিযোগ এসেছে। যে ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ততক্ষণাৎ।
প্রসঙ্গত মণিপুরের কাংকোপিতে গত ৩ মে উত্তেজনা ছড়ায় কুকি এবং মেইতেই সম্প্রদায়ের জনগোষ্ঠীর মধ্যে। যার জেরে এখনও পর্যন্ত ১৬০ জনের প্রাণ গিয়েছে বলে অভিযোগ। উত্তর-পূর্বের এই রাজ্যে উত্তেজনা ছড়ানোর পর সম্প্রতি ভাইরাল হয় ২ নগ্ন মহিলার ভিডিয়ো।
গত ৪ মে কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে তাঁদের উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। যে অভিযোগ প্রকাশ্যে আসতেই তা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়ে যায়।