হিংসা তৈরির অভিযোগ তুলে এবার এডিটর গিল্ড অফ ইন্ডিয়ার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। ৩ জন সদস্যের ওপর মামলা দায়ের করা হয়েছে যাদের মধ্যে রয়েছেন সীমা গুহ, ভারত ভূষণ এবং সঞ্জয় কাপুর ।
একটি সম্মেলনে বীরেন সিং জানান, " আমি এডিটর গিল্ডের সদস্যদের সর্তক করছি, কে তাদের গঠন করেছে ? যদি আপনি কিছু করতে চান তাহলে স্থান পরিদর্শন করুন।গ্রাউন্ড রিয়েলিটি দেখুন।বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে কথা বলুন এবং যা পেয়েছেন সেটা লিখুন।অন্যথা কিছু সম্প্রদায়ের সঙ্গে দেখা করে সিদ্ধান্তে উপনীত হওয়া নিন্দনী. বিষয়।"
এর পাশাপশি তিনি জানান"রাজ্য সরকার এডিটর অফ গিল্ডের সদস্যের ওপর মামলা দায়ের করেছে যারা মণিপুরের মধ্যে আরও হিংসা ঘটানোর চেষ্টা করছিল।" সেপ্টেমবর ২ তারিখে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়ার তরফে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিডিয়া রিপোর্ট পেশ করা হয় মণিপুরের হিংসা নিয়ে।সেই রিপোর্টটি এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়, যেখানে হিংসার সময় মণিপুরের সরকার পক্ষপাতমূলক আচরন করেছে বলে জানায় তারা।এটিয়েএড়িয়ে যাওয়া হত কিন্তু একটি গণতান্ত্রিক সরকার হিসেবে এটা তারা করতে ব্যর্থ হয়েছে।
Manipur govt files FIR against members of Editors Guild of India
Read @ANI Story | https://t.co/auk46xG6VY#Manipur #EditorsGuildofIndia #NBirenSingh pic.twitter.com/YqfN9WjSOf
— ANI Digital (@ani_digital) September 4, 2023