বিরোধীদের মহাজোট "ইন্ডিয়া" কে অনৈতিক এবং অযৌকিক্ত বলে দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।রবিবার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের নামকে ব্যবহার করা নিন্দনীয়।
রবিবার আগরতলায় অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যামন্ত্রী জানান, "ভারত এমন একটি দেশ যা বৈচিত্র্যের মধ্যে ঐক্যে দাঁড়িয়ে রয়েছে এবং রাজনৈতিক স্বার্থের জন্য যে কোন রকমভাবে এর ব্যবহার নিন্দাজনক "।
এছাড়াও তিনি জানান, " এই ধরনের নাম অনৈতিক, অযৌকিক্ত এবং ভুলভাবে উচ্চারন করা হচ্ছে। যেহেতু এটা ইন্ডিয়ার সঠিক উচ্চারনে বিকৃতির সৃষ্টি করছে এবং দেশের অখন্ডতাকে অসম্মানিত করছে"।
তিনি আরও জানান যতই রাজনৈতিক মতপার্থক্য থাকুক, দেশের ভাল এবং উন্নতির করার লক্ষ্য সমস্ত দলের হওয়া উচিত। চটকদারী নামের পরিবর্তে তিনি স্বাস্থ্যপূর্ণ আলোচনার মাধ্যমে দেশের সমস্যার সমাধান খোঁজার কথা জানান।২৬ টি দলের প্রতিনিধিরা বেঙ্গালুরুতে তাদের বিরোধী দলের নাম ইন্ডিয়া রাখেন।সেই নামের পরিপ্রেক্ষিতেই এবার অভিযোগ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
"I.N.D.I.A name unjustified, illogical": Tripura CM hits out at Oppn bloc
Read @ANI Story | https://t.co/sAUbkk0mi7#ManikSaha #Tripura #Oppositon pic.twitter.com/kI3FeyARnS
— ANI Digital (@ani_digital) August 6, 2023