মেঙ্গালুুরু, ১৮ নভেম্বর: এবার ভয়াবহ দুর্ঘটনা মেঙ্গালুরুতে (Mangaluru)। রবিবার মেঙ্গালুরুর উল্লাল সৈকতের একটি রিসর্টের সুইমিং পুলে (Swimming Pool) পরপর ৩ জনের ডুবে যাওয়ার খবর মেলে। ওই রিসর্টে যে ৩ জনের ডুবে যাওয়ার খবর মেলে, তাঁদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে। মৃতরা মাইসুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। নিশাতা এম ডি, পার্বতী এবং কীর্তনা নামে ওই ৩ জন মেঙ্গালুরুর সংশ্লিষ্ট রিসর্টে থাকাকালীন ডুবে যান। গত ১৬ নভেম্বর ওই ৩ কলেজ পড়ুয়া ঘুরতেযান মেঙ্গাুরুতে। বিলাসবহুল রিসর্টেই তাঁরা ওঠেন। সেখানেই ঘটে যায় দুর্ঘটনা (Drown)।
রিপোর্টে প্রকাশ, নিশিতা সাঁতার জানেন না। রিসর্টের সুইমিং পুলে তিনি নামেন। ফলে নিশিতা সুইমিং পুলে নেমে হাবুডুবু অবস্থা হলে, তাঁকে উদ্ধার করতে যান পার্বতী এবং কীর্তনা। এরপর ৩ জনই রিসর্টের সুইমিং পুলে হাবুডুবু খেতে শুরু রেন। সুইমিং পুলের জলের মধ্যেই এরপর শ্বাসরোধ হয়ে ৩ জনের মৃত্যু হয়। এই ৩ জনের কেউই সাঁতার জানতেন না বলে জানা যায়। ফলে রিসর্টের সুইমিং পুলে নেমে তাঁদের হাবুডুবু অবস্থা হয়ে যায।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, জলে নেমে ৩ পড়ুয়া যখন উঠতে পারছিলেন না, সেই সময় তাঁরা চিৎকার করেন। তবে তাঁদের চিৎকার রিসর্টের কারও কানে পৌঁছয়নি। তাঁদের কান্না কেউ শুনতে পারেননি। ফলে সুইমিং পুলের জলে ডুবেই পরপর ৩ জনের মৃত্যু হয় বলে সিসিটিভির রেকর্ডিংয়ে উঠে আসে।
সুইমিং পুলের জলে নামার জন্য কেন লাইফ জ্যাকেট নেই, কেন রিসর্টের কোনও কর্মী সেখানে হাজির হননি, তা নিয়ে প্রশ্ন উঠছে। মেঙ্গালুরুর পুলিশ কমিশনার বলেন, দুর্ঘটনাবশত ওই ৩ ছাত্রী জলে ডুবে গিয়েছেন। রিসর্টে কেন নিরাপত্তা নেই উপযুক্ত, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ কমিশনার।