ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ তেলেঙ্গানার(Telangana) মন্দিরে(Temple) হাড়হিম করা ঘটন। মন্দিরের কর্মীকে অ্যাসিড(Acid) ছুড়ে মারলেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera)ধরা পড়েছে গোটা ঘটনাটি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সায়দাবাদের একটি মন্দিরে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই মন্দিরের হিসাবরক্ষক। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মন্দিরের বাইরে একটি টেবলে বসে আছেন ওই মন্দিরের হিসাবরক্ষক গোপী। তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। ওই ব্যক্তির সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা বলছেন তিনি। কথা চলতে চলতেই একটি পাত্রের দিকে হাত বাড়াতে দেখা যায় তাঁকে। এরপরই হিসাবরক্ষক গোপীকে অ্যাসিড ছুড়ে মারেন ওই ব্যক্তি। এই ঘটনা ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি।

তেলেঙ্গানায় হাড়-হিম কাণ্ড

ব্যথায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েন গোপী নামে ওই ব্যক্তি। এরপর তাঁকে তড়িঘড়ি মালাকপেটের যশোদা হাসপাতালে নিয়ে যান ওই মন্দিরের অন্যান্য কর্মীরা। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় সায়দাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজের সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 প্রকাশ্যে মন্দিরের কর্মীকে অ্যাসিড অ্যাটাক, ভাইরাল ভিডিয়ো