নর্মদাপুরম (মধ্যপ্রদেশ): স্ত্রীকে কলেজে যেতে বাধা দিয়েছিলেন। এর জেরে ৩০ বছরের এক যুবককে অর্ধনগ্ন (Half-Naked) করে মুখে গোবর মাখিয়ে ও গলায় জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরালো শ্বশুরবাড়ির লোকেরা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হওয়ার পরেই বিতর্ক শুরু হয়েছে। বুধবার দায়ের হয়েছে এফআইআরও। তারপরই ওই যুবকের শ্বশুর-সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নর্মদাপুরম (Narmadapuram) জেলার ইতরাসি (Itarsi) এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিবেক নামে ৩০ বছরের ওই যুবক তাঁর স্ত্রীকে কলেজে যেতে বারণ করেন। বিষয়টি নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রবল বচসাও হয়। আর এই কথা কানে যেতেই গ্রামবাসীদের নিয়ে বিকাশকে পাকড়াও করে তাঁর শ্বশুর ধর্মরাজ। ওই যুবককে বেধড়ক মারধর করার পাশাপাশি মুখে গোবর (cow dung) লাগিয়ে দেয়। পরে স্থানীয় এলাকা থেকে ডিজে ভাড়া করে ওই যুবককে গলায় জুতোর মালা ও আন্ডারওয়্যার পরিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে বাধ্য করে। গ্রামবাসীদের মাঝে ওই অবস্থায় হেঁটে যাওয়া বিবেকের ভিডিও তুলে ছেড়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতেও।
আর ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। বুধবার এই বিষয়ে স্থানীয় থানায় এফআইআর (FIR) দায়ের হওয়ার পরেই বিকাশের শ্বশুর-সহ চারজনকে গ্রেপ্তার করে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
●Villagers took out procession of son-in-law wearing a garland of slippers half-naked.
●He came to take his wife back in Tangana village of Narmadapuram, MP started quarrelling with in laws.
● Finally this is the way villagers taught a lesson,FIR registered. pic.twitter.com/zyZchddj8W
— Govind Gurjar (@Gurjarrrrr) October 7, 2022