Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন স্বামীর। ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi) নন্দ নগরী এলাকাতে। গত ২৫ ফেব্রুয়ারি স্বামীর হাতে খুন (Murder)হন এক মহিলা। স্ত্রীকে খুন করে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম আমান। স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলে সন্দেহ ছিল ওই যুবকের। এই নিয়ে প্রায়দিনই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা লেগে থাকত। এদিন বচসা চরমে পৌঁছলে স্ত্রীকে খুন করে আমান। এরপর দেহ ফেলে রেখে সোজা থানায় গিয়ে অপরাধের কথা স্বীকার করে সে। সঙ্গে সঙ্গে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়।

স্ত্রীকে নিজের হাতে খুন করল স্বামী

অন্যদিকে ওই দম্পতির দিল্লির বাড়িতে পৌঁছয় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় ২০ বছরের এক মহিলার দেহ। পরে দেহটি ময়নাতদন্তের জন্য দিল্লির জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসেনি। তদন্তে নেমে জানা গিয়েছে, ২০২৩ সালের নভেম্বর মাসে আমানের সঙ্গে বিয়ে হয় অ তরুণীর। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে খুব একটা বনিবনা ছিল না। মাঝেমধ্যেই অশান্তির শব্দ পেতেন প্রতিবেশীরা। সম্প্রতি স্ত্রীকে পরকীয়া নিয়ে সন্দেহ করত আমার। আর তা নিয়ে প্রায় রোজ অশান্তি লেগে থাকত বাড়িতে। শুধুমাত্র এই অশান্তির জেরেই খুন, না এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনও কারণ তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর