নয়াদিল্লিঃ এবার যুবককে খুন (Murder)করে রেললাইনের ধারে ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand)পালামৌ জেলায়। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অপরাধে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম অমরেন্দ্র সিং ওরফে বাবলু। বয়স ২২। শনিবার মেদিনীনগরের যোগীয়াহি এলাকার রেললাইনের ধার থেকে উদ্ধার হয় বাবলুর দেহ। প্রথমে মৃতদেহ থেকে দুর্ঘটনা বলে মনে হলেও পরে সন্দেহ হয় পরিবারের। খুনের মামলা দায়ের করে মৃতের পরিবার। এরপরই শুরু হয় তদন্ত।
ঝাড়খণ্ডে ২২ বছরের তরুন খুন, গ্রেফতার ৪
পুলিশ জানতে পারে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে অমরেন্দ্রকে। খুনের পর দেহ ফেলে দেওয়া হয়েছে রেললাইনের পাশে। কী কারণে খুন? পুলিশ জানিয়েছে, ওই এলাকার এক তরুণীর সঙ্গে ৫ বছর ধরে সম্পর্ক ছিল অমরেন্দ্রর। ২০২২ সালে বিয়ে হয়ে যায় ওই তরুণীর। কিন্তু তারপরেও ওই তরুণীর সঙ্গে যোগাযোগ ছিল অমরেন্দ্রর। রীতিমতো সম্পর্ক ছিল তাঁদের। স্থানীয় সূত্রে খবর, অমরেন্দ্রর সঙ্গে সম্পর্কে শুরু থেকেই মত ছিল না তরুণীর পরিবারের। তাই মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেন তাঁরা। সম্প্রতি বাবার বাড়িতে আসে ওই তরুণী। ১৫ অগস্ট রাতে লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়ে যান তিনি। এরপরই অমরেন্দ্রকে জোর করে টেনেহিঁচড়ে নিজেদের বাড়ি নিয়ে যায় তরুণীর পরিবারের লোকজন। সেখানেই গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। এরপর ঘটনার মোড় ঘোরানোর জন্য দেহ ফেলে আসা হয় রেললাইনের ধারে।
বিয়ের পরও সম্পর্ক, পুরনো প্রেমিককে খুন করে দেহ ফেলে দিল প্রেমিকার পরিবার
Man Strangled To Death By Ex-Girlfriend's Family, Body Dumped On Railway Tracks https://t.co/8zVIBrG7v9 pic.twitter.com/x3WK2OURLA
— NDTV (@ndtv) August 17, 2025