নয়াদিল্লিঃ একতরফা ভালবাসা(Love)। প্রত্যাখ্যানের জেরে ২৩ বছর বয়সী তরুণীকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে খুন(Murder)। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায়। নিহত যুবতীর নাম ঋতু ভান্ডারকর। রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি সেই সময় সেখানে এসে হাজির হয় রোশন ধারভে নামে এক যুবক। ধারলো ছুরি দিয়ে রাস্তার মধ্যে ঋতুকে আক্রমণ করে সে। ছুরি দিয়ে গলা কেটে দেওয়া হয় ঋতুর। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন স্থানীয়রা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঋতুর। খুন করে নিহত তরুণীর স্কার্ফেই হাত মুছতে দেখা যায় রোশনকে। ভাইরাল ভিডিয়োতে রোশনকে বলতে শোনা যায়, "পাঁচ বছর ধরে ও আমার সঙ্গে ছিল। আমরা এক সঙ্গে জীবন কাটানোর কথা দিয়েছিলাম। এখন ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। ও আর ওর ভাইয়েরা আমাকে খুন করার জন্য লোক পাঠিয়েছিল।" এরপরই রোশনকে ধরে ফেলেন স্থানীয়রা। গণপিটুনি দেওয়া হয় তাকে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
একতরফা ভালবাসার জের, তরুণীকে রাস্তায় কুপিয়ে তাঁরই ওড়না দিয়ে রক্তমাখা হাত মুছল যুবক
बालाघाट में निर्भया जैसा मंजर! दिनदहाड़े युवती की गला रेतकर हत्या; बचाने की जगह लोग बनाते रहे वीडियो #MPNews #Balaghat #Breakup #Crime #ZeeMPCG https://t.co/n2ZOeA2cgE
— Zee MP-Chhattisgarh (@ZeeMPCG) November 11, 2025