নয়াদিল্লিঃ চুল(Hair) কেটে পারিশ্রমিক দিতে নারা। টাকা চাইতে নাপিতের(Barber) গলা কেটে খুন করল যুবক। ঘটনাটি ঘটেছে গুজরাটের(Gujarat) ভাটবা এলাকায়। জানা গিয়েছে, নিহত যুবকের নাম ওয়াসিম আহমেদ আনসার হোসেন খালিফা। বিবি লেকের কাছে একটি হেয়ার সেলুন চালাতেন তিনি। সেখানেই চুল কাটতে গিয়েছিল অভিযুক্ত মোহিদ খান পাঠান(৩৫)। চুল কেটে টাকা দিতে রাজি হয়নি মোহিদ। বারবার টাকা চাওয়ায় অনলাইনে ছুরি অর্ডার করে ওয়াসিম আহমেদকে খুন করে সে। সেলুনের মধ্যেই তাঁকে খুন করা হয়। রক্তে ভেসে যায় গোটা মেঝে। সেলুনে এসে দাদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওয়াসিমের ভাই। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
সেলুনের মধ্যে নাপিতকে গলা কেটে খুন করল যুবক
এরপরই পুলিশের দ্বারস্থ হন ওয়াসিমের ভাই। তদন্তে নেমে দোকানের বাইরের সিসিটিভি ফুটেজ ঘেঁটে গোটা ঘটনার কিনারা করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়েই উদ্ধার করা হয় অভিযুক্তকে। তদন্তে নেমে আরও জানা যায়, পরিকল্পনা মাফিক গোটা ঘটনাটি সাজায় মোহিদ। আগে থেকে অনলাইনে অর্ডার করা হয় ছুরি। তারপর সেই ছুরি নিয়ে ওয়াসিমের সেলুনে চড়াও হয় সে।
নাপিতের গলা কেটে খুন করল যুবক
Ahmedabad Shocker: Man Stabs Barber to Death Using Knife He Bought From Flipkart After Being Asked to Pay For Haircut https://t.co/5FonF0hdRd#Ahmedabad #Haircut #Crime #Murder
— LatestLY (@latestly) December 29, 2024