Gun, Representational Image (Photo Credit: File Photo)

লখনউতে (Lucknow) প্রকাশ্য রাস্তায় যুবককে গুলি করে খুনের চেষ্টা করলেন কয়েকজন ব্যক্তি। আততায়ীরা যুবকের আত্মীয় বলে জানা যাচ্ছে। রবিবার বিকেল ৫টা ১৫ নাগাদ ঘটনাটি ঘটে গাজিপুরের বান্ধা রোড এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। তাঁরাই আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রের খবর, যুবকের অবস্থা এখনও সঙ্কটজনক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও হামলকারীরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

আত্মীয়ের গুলিতে জখম যুবক

পুলিশসূত্রে খবর, এদিন বিকেলে একটি পারিবারিক অনুষ্ঠানে খাওয়াদাওয়া নিয়ে যুবকের সঙ্গে তাঁর আত্মীয়ের অশান্তি হয়। আর সেই অশান্তির মাঝেই চলে গুলি। সেই গুলিতে গুরুতর জখম হন ওই যুবক। এদিকে ঘটনার পর গা ঢাকা দেয় ওই আত্মীয়রা। যদিও শুধু খাবার খাওয়া নিয়ে এতবড় অশান্তি হয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ঘটনার পর আহত যুবকের পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে, যুবকটি আপাতত চিকিৎসাধীন রয়েছেন।