Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ পড়ুয়াদের অনলাইন ক্লাসের (Online Class) গ্রুপে অশালীন ছবি, অপ্রীতিকর মেসেজ, অভিযুক্তের পাঁচ বছরের জেলের সাজা ঘোষণা আদালতের। ঘটনাটি ঘটেছে হরিয়ানার(Haryana) নুহ জেলায়(Nuh District)। জানা গিয়েছে, ঘটনাটি ২০২২ সালের। একটি বেসরকারি স্কুলের অনলাইন ক্লাসের জন্য তৈরি হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার আবেদন করেন আশিক নামে এক যুবক। পড়ুয়ার অভিভাবক ভেবে তাঁকে ওই গ্রুপে যোগ করান শিক্ষিকা। এরপরই ওই গ্রুপে অশ্লীল ছবি পাঠাতে শুরু করেন তিনি। শিক্ষিকা তাঁকে বাধা দিলে নানা অশালীন মন্তব্য করতে থাকেন তিনি। এরপর সেই গ্রুপ থেকে তাঁকে বের করে দেওয়া হয়। পরে ওই ব্যক্তির নামে নুহ জেলার মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে আশিক নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তের পাঁচ বছরের জেলের সাজা ঘোষণা আদালতের

এরপর কেটে গিয়েছে তিন বছর। এই তিন বছর পর অবশেষে এই মামলায় সাজা শোনাল কোর্ট। শনিবার নেরু কাম্বোজের বেঞ্চে এই মামলার শুনানি হয়। অভিযুক্ত যুবককে পাঁচ বছরের জেলের সাজা শোনায় আদালত। সেই সঙ্গেই অভিযুক্তকে ১৩ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে জানানো হয়।

পড়ুয়াদের অনলাইন ক্লাস গ্রুপে অশ্লীল ছবি, সাজা ঘোষণা আদালতের