Police, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ যৌন মিলনে রাজি হননি, রাগের মাথায় স্ত্রীকে (Wife) জ্যান্ত জ্বালিয়ে দিল স্বামী (Husband)। হাসপাতালে (Hospital) আশঙ্কানক স্ত্রী। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) চেম্বুরের ভাসি নাকা এলাকায়। আহত মহিলার নাম রেখা আওয়াধ। বয়স ৩৮। পরিচারিকার কাজ করতেন তিনি। দীর্ঘদিন ধরেই তাঁকে সন্দেহ করত স্বামী দীনেশ আওয়াধ। এদিন কাজ থেকে ফেরার পর যৌন মিলনের দাবি জানায় দীনেশ। রেখা তার প্রস্তাবে রাজি না হওয়ায় অশান্তি শুরু করে সে। স্ত্রীর সঙ্গে শুরু হয় বিবাদ। বচসা চরমে পৌঁছলে স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয় দীনেশ।

স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে দিল স্বামী

জ্বলতে শুরু করে রেখার গোটা শরীর। রেখার আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই রেখাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মুম্বইয়ের লোকমান্য তিলক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর। অবস্থা আশঙ্কাজনক। রেখার পরিবারের অভিযোগ, দীনেশ মাঝেমধ্যেই রেখার উপর অত্যাচার করত। পরকীয়া সন্দেহে রেখার উপর অত্যাচার করত দীনেশ। শারীরিক অত্যাচার চলত। দিনের পর দিন সব মুখ বুজে সহ্য করে রেখা। এই ঘটয়ায় ইতিমধ্যেই স্বামী দীনেশকে গ্রেফতার করেছে পুলিশ।

যৌন মিলনে না, রাগের চোটে স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে দিল স্বামী