Representational Image (Photo CreditsL PTI)

নয়াদিল্লিঃ একজন দু'জন নয়, কমপক্ষে ২০ জন নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে লাগাতার ধর্ষণ(Rape), হুমকি দেওয়ার অভিযোগ। এখনও অধরা অভিযুক্ত। কিন্তু ধৃতের মোবাইল (Mobile) থেকে উদ্ধার নাবালিকাদের নগ্ন ছবি ও ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। অভিযুক্ত যুবকের নাম কেশব উত্তম। কানপুরের একটি বেসরকারি হাসপাতালের ক্যান্টিন চালাত সে। পুলিশ জানতে পারে, এই যুবকের টার্গেট ছিল নাবালিকারা। তাদের বিভিন্নভাবে প্রেমের ফাঁদে ফেলে লাগাতার ধর্ষণ করত সে। এমনকী নাবালিকাদের ভুল বুঝিয়ে তাদের পরিবারের থেকে দূরে সরিয়ে দেওয়া হত। 'রানি করে রাখব'এই ধরনের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলত সহবাস। এমনকী কোনও নাবালিকা তার কথায় রাজি না হলে তার নগ্ন ছবি ও ভিডিয়ো ক্যামেরাবন্দি করত সে। এরপর সেই সব ছবি দেখিয়ে চলত ব্ল্যাকমেল।

২০ জন নাবালিকাকে ধর্ষণ, কানপুরের যুবকের কুকীর্তি ফাঁস

সম্প্রতি এক নির্যাতিতার ভিযোগের ভিত্তিতেই কেশবের কুকীর্তি সামনে আসে। দিনের পর দিন অত্যাচার সহ্য করার পর পরিবারকে সব জানায় ওই নাবালিকা। এরপরই কেশবকে ধরতে তার বাড়িতে হাজির হন নির্যাতিতার পরিবারের সদস্যরা। কিন্তু সেখান থেকে পালায় কেশব। তবে কেশবকে না ধরা গেলেও তার ফোনটি উদ্ধার করা হয়। পরে সেই ফোন থানায় জমা দেন নির্যাতিতার অভিভাবকেরা। সেই ফোন ঘেঁটে একাধিক নাবালিকার নগ্ন ছবি উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কমপক্ষে ২০ জন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে