নয়াদিল্লিঃ মোবাইলে(Mobile) মগ্ন স্ত্রী। বারবার ডাকা সত্ত্বেও মেলেনি সাড়া। খাবার চেয়েও পাওয়া যায়নি। আর এরপরই রাগের মাথায় সোজা তিনতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন স্বামী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মহিলা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের(Chhattisgarh) রায়পুরে। অভিযুক্ত ব্যক্তির নাম সুনীল জগবন্ধু। বড়দিনে বাড়িতেই ছিলেন সুনীল। দুপুরে স্ত্রীর কাছে খাবার চান। সেই সময় মোবাইলে মগ্ন ছিলেন স্ত্রী। সাড়া দেননি। এতেই মেজাজ হারান সুনীল। শুরু হয় তুমুল বচসা। আর সেই বচসা চরমে পৌঁছলে স্ত্রীকে তিনতলা থেকে ধাক্কা মেরে ফেলে দেন সুনীল। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন সুনীলের স্ত্রী। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনায় অভিযুক্ত সুনীলের বিরুদ্ধে গার্হস্থ্য মামলা রুজু করেছে পুলিশ। চলছে তদন্ত। সুনীলের কোনওরকম মানসিক সমস্যা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
Chhattisgarh: A man pushed his wife from the second floor of their house in Raipur after she allegedly delayed serving him food. The woman was injured and has been admitted to a hospital.
Read in detail: https://t.co/Mpc4lA2EJo#Chhattisgarh #Raipur #Crime | @sumi_rajappan pic.twitter.com/ifC5WpvCAk
— IndiaToday (@IndiaToday) December 26, 2024