প্রতীকী ছবি (Photo Credits: IANS)

লখনউ: ধর্ম বদলে (Convert) বিয়ে (marry) করতে অরাজি ছিলেন। তার জেরে প্রেমিকাকে (girlfriend) একটি বহুতলের (apartment) পাঁচতলা থেকে ধাক্কা মেরে (pushed) নিচে ফেলে দিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) লখনউতে (Lucknow)। দুদিন বাদে এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই অভিযুক্ত সুফিয়ানকে (Sufiyan) গ্রেফতার করতে সাহায্য করলে ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশের পুলিশ।

এপ্রসঙ্গে অতিরিক্ত ডেপুটি কমিশনার (পশ্চিম জোন) (Additional Deputy Commissoner) চিরঞ্জীব নাথ সিনহা জানান, পুলিশের কাছে খবর আসে ২২ বছরের অভিযুক্ত সুফিয়ান পোশাক কারখানায় (cloth industry) একজন ড্রায়ারের (dyer) কাজ করে। সেই জন্য দেশের রাজধানী দিল্লিতে (Delhi) তার কিছু ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ রয়েছে। তাই সেখানে সে লুকিয়ে থাকতে পারে মনে করে তার সন্ধানে পুলিশের একটি দল দিল্লি গিয়ে তার তল্লাশি চালাচ্ছে।

এপ্রসঙ্গে তিনি আরও জানান, পুলিশের একটি দল ইতিমধ্যেই গুদাম্বাতে অবস্থিত সুফিয়ানের এক আত্মীয়ের বাড়িতে হানা দিয়েছে। সেখানে থাকা অভিযুক্তের বাবা ও ছোট ভাইকে সুফিয়ানের লুকিয়ে থাকার সমস্ত সম্ভাব্য জায়গা সম্পর্কে জি়জ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পাশাপাশি তাদের কাছে থেকে দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত সুফিয়ানের সমস্ত আত্মীয়ের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুফিয়ানের প্রেমিকার সমস্ত বন্ধু যাঁরা অভিযুক্তের সম্পর্কে জানত তাদের কাছ থেকে ইতিমধ্যেই জবানবন্দি নেওয়া হয়েছে। অন্যদিকে ঘটনাস্থলে ফরেনসিক দল পাঠিয়ে ঘটনাটির পুনর্নিমাণের কাজও করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত সুফিয়ান সম্পর্ক স্থাপনের পর থেকেই বারবার তাঁদের মেয়েকে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার চাপ দিত। কিন্তু, মেয়েটি তাতে রাজি না হওয়ার মূল্য এভাবে জীবন দিয়ে দিতে হল।