কেরলে (Kerala) একটি বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির মৃতদেহ। শুক্রবার সকালে পাঠানমথিত্তা জেলার মালাপপল্লী গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল মহিলার দেহ, অন্যদিকে সিলিংয়ে ঝুলছিল বৃদ্ধের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দম্পতির ছেলেকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।
ছেলে কর্মসূত্রে এর্নাকুলামে থাকতেন
জানা যাচ্ছে, দম্পতির ছেলে কর্মসূত্রে এর্নাকুলাম জেলার আলুভায় থাকে। গতকাল রাত থেকেই ফোনের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল যুবক। কিন্তু যোগাযোগ না হওয়ায় সেই স্থানীয় থানায় খবর দেয়। সকাল ৯টা ২০ নাগাদ ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দম্পতির দেহ উদ্ধার করে। পুলিশসূত্রে খবর, মহিলাকে গলার নলি কেটে খুন করা হয়েছিল।
মৃতদের নাম পরিচয় জানা গিয়েছে
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তির নাম পুলিয়ারিসেরি রেঘুনাথন (৬৫) এবং তার স্ত্রী সুধা (৬৩)। দম্পতির কোনও আর্থিক সমস্যা ছিল কিনা, কিংবা পারিবারিক অশান্তিতে তাঁরা ভুগছিলেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।