Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ রাতে (Night) না ঘুমিয়ে (Sleeping) ফোনে গেম (Game) খেলার নেশা। আর তার জন্য বাবার কাছে বারবার ফোন চাইত চার বছরের শিশুকন্যা। রাগে শিশুকে খুন করে সমুদ্রে ছুড়ে ফেলে দিল সৎ বাবা। মঙ্গলবার সকালে মুম্বইয়ের সাসুন ডক এলাকায় সমুদ্র থেকে উদ্ধার শিশুকন্যার দেহ। তদন্তে নেমে মঙ্গলবার রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেফতার সৎ বাবা

জানা গিয়েছে, মূল অভিযুক্তের নাম ইমরান শেখ। মেয়েটির সৎ বাবা সে। অভিযোগ, রোজ রাতে গেম খেলার জন্য মোবাইল ফোন চাইত চার বছরের শিশুকন্যা। তাতে বিরক্ত হত ইমরান। সোমবারও একইভাবে ফোন চেয়েছিল শিশুটি। আর তাতেই চটে বিকাশ। রাগের চোটে শিশুকন্যাকে রাস্তায় নিয়ে গিয়ে গলা টিপে খুন করে সে। এরপর দেহ নিয়ে গিয়ে সোজা সমুদ্রে ছুড়ে ফেলে দেয় ইমরান। পরদিন সকালে সুমুদ্রে শিশুর দেহ ভাসতে দেখেন এক মৎস্যজীবী। তিনিই দেহটি উদ্ধার করে কোলাবা থানায় নিয়ে যান। অন্যদিকে সোমবার রাতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে শিশুর মা নাজিয়া। তাঁর সঙ্গে থানায় যায় অভিযুক্ত ইমরানও। কিন্তু পরদিন সকালেই ইমরানের সমস্ত কীর্তি ফাঁস হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দেড় বছর আগে ইমরানকে বিয়ে করেন নাজিয়া। বিয়ের পর আর সন্তান নিয়ে ইমরানের সঙ্গেই থাকা শুরু করেন তিনি। অন্যদিকে ইমরান বিবাহিত। তার তিন সন্তান রয়েছে। নাজিয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের কাজ করেন। কিন্তু ইমরান বেকার ছিল। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পর থেকে মোবাইল ফোন অফ করে ঘুরে বেড়াচ্ছিল ইমরান। পরে মুম্বই থেকেই তাকে গ্রেফতার করা হয়।

গেম খেলার জন্য মোবাইল চেয়েছিল শিশুকন্যা, রাগে মেয়েকে খুন করে দেহ সমুদ্রে ভাসাল সৎ বাবা