প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মহিলা। আর সেই যুবকই যে তাঁর সংসারে এত বড় বিপদ ডেকে আনবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ফাতিমা। দুদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল বস্তাবন্দি দেহ। বুধবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে আমিনুর আলি আহমেদালিকে। সেই সঙ্গে মৃতের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা।
বস্তাবন্দি দেহ উদ্ধার
গত সোমবার থেকে নিথোঁজ ছিলেন ভাসি এলাকার বাসিন্দা আবুবকর মণ্ডল। স্বামীর কোনও খোঁজ না পেয়ে স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেন ফাতিমা আবুবকর মণ্ডল। অভিযোগের ভি্ত্তিতে শুরু হয় তদন্ত। তারপরই মঙ্গলবার বাড়ি থেকে বেশকিছুটা দূরে একটি পরিত্যক্ত জায়গায় থেকে একটি বস্তার মধ্যে থেকে আবুবকের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে মৃতের প্রতিবেশী আমিনুরকে গ্রেফতার করে পুলিশ।
সন্দেহের তীর ফাতিমার দিকেও
জেরায় সে শিকার করে ফা্তিমার সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা যাতে জানাজানি না হয় সেই কারণেই আবুবকরকে থুন করে সে। ধৃতকে গ্রেফতারের পর আদালতে পেশ করা হলে তাঁকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। যদিও এই খুনে ফাতিমারও হাত ছিল বলে মনে করছে তদন্তকারীরা। সেই কারণে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।