স্ত্রীকে নিয়ে অশ্লীল কথা বলায় বন্ধুকে নৃশংসভাবে খুন করল এক যুবক। গত বুধবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) তিকামার্গ এলাকার নারগুদা খাস গ্রামের। দেহটি উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে যুবকে মুখ বিকৃত করে দেওয়ার কারণে তাঁর পরিচয় জানা যাচ্ছিল না। পরে সেই যুবকের পরিচয় সামনে এলে শুরু হয় তদন্ত। আর তারপরই এই ঘটনার তদন্তে পুলিশের জালে আটক হয় এক ব্যক্তি। পুলিশি জেরায় সে খুনের ঘটনা স্বীকার করে। ইতিমধ্যেই তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ।
বন্ধুকে থুন করার কারণ
জানা যাচ্ছে, দুজনে সম্পর্কে একে অপরের বন্ধু। মৃতের নাম পুষ্পেন্দ্র, মারওয়ার থানা এলাকার বাসিন্দা। এবং অভিযুক্ত ব্যক্তির নাম রাজেন্দ্র রাজপুত নারগুদা এলাকার বাসিন্দা। বুধবার রাতে নারগুদা খাস গ্রামের রেলব্রিজের কাছে দুজনে মদ্যপান করছিলেন। সেই সময় পুষ্পেন্দ্র রাজেন্দ্রর স্ত্রীকে নিয়ে কুকথা বলেন। আর তাতেই রাগের মাথায় বন্ধুকে খুন করে সে। এরপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয় অভিযুক্ত।
ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ
পুলিশসূত্রে খবর, রেলব্রিজের কাছেই একটি পাথরের চাঁই দিয়ে পুষ্পেন্দ্রর মাথা থেঁতলে খুন করে রাজেন্দ্র। ঘটনাস্থল থেকে আগেই উদ্ধার হয়েছিল ওই রক্তাক্ত পাথরটি। তবে নিতান্তই কি স্ত্রী সম্পর্কে কুকথা বলায় বন্ধুকে খুন করে রাজেন্দ্র, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য, খতিয়ে দেখছে পুলিশ।