Representational Image (Photo Credit: X)

বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ঘটনা। খুন ২০ বছরের যুবক। ঘটনায় গ্রেফতার যুবকের বন্ধু ও রুমমেট। জানা গিয়েছে, নিহতের নাম ইসমাইল। কর্নাটকের বিজাপুর জেলার বাসিন্দা ছিলেন তিনি। সোমবার বেঙ্গালুরুর ব্যাপ্পানাহাল্লি এলাকার প্রগতি লে-আউটের কাছ থেকে মেলে তাঁর দেহ। কর্মসূত্রে ‘শ্রী হরি জেন্টস পি.জি’-থাকতেন তিনি। সেখানেই পরিচয় হয় আসেনের সঙ্গে। আর পুনীত ছিল আসেনের বন্ধু। এভাবেই তিনজোনের মধ্যেই বন্ধুত্ব গড়ে ওঠে। এরই মাঝে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ইসমাইল। নিয়মিত ফোনে কথাবার্তা এগোতে থাকে। পরে জানা যায়, পুণীতও ওই একই তরুণীকে ভালবেসে ফেলে। এই নিয়েই বচসার সূত্রপাত। এদিনে এলাকায় বসে মদ্যপান করছিল পুনীত ও আসেন। সেখানে গিয়ে যুক্ত হন ইসমাইল। তিনজনের মধ্যে বচসা বাঁধলে ইসমাইলকে খুন করে পুণীত ও আসেন। এরপর দেহ রেললাইনের উপর ফেলে রেখে পালায় তারা, যাতে দুর্ঘটনা বলে মনে হয়। পরে স্থানীয়রা মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এরপরই তদন্তে নেমে আসেন ও পুণীতকে গ্রেফতার করে পুলিশ।

ত্রিকোণ প্রেমের জের, বন্ধু ও রুমমেটের হাতে খুন তরুণ