Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ সন্তানকে(Child) মানুষ করা নিয়ে বচসা। ভাড়া করা দুষ্কৃতীদের সঙ্গে মিলে স্ত্রীকে(Wife) খুন করল স্বামী(Husband)। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামিতে। গত ৩০ মার্চ ওই এলাকা থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়। তদন্তে নেমে জানা যায়, ঐ কঙ্কালটি মুসকান নামে এক মহিলার। বয়স ২৮। গত ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ থেকে নিখোঁজ ছিলেন তিনি। থানায় নিখোঁজ ডায়েরি পর্যন্ত করেন তাঁর কাকা। গ্রাম থেকে কঙ্কালটি উদ্ধার হতেই সন্দেহ হয় পুলিশের। এরপর কঙ্কালটি পরীক্ষা করে দেখা যায় এটি মুসকানের। শুরু হয় তদন্ত। প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিল মুসকানের স্বামী মহম্মদ রিজওয়ান। তাকে জেরা করতেই বেরিয়ে আসে সত্যি। জানা যায়, স্ত্রীকে খুন কর‍তে সিরিয়াল কিলারদের কাজে লাগিয়েছিল সে। তাদের সঙ্গে মিলে স্ত্রীকে খুন করে দেহ লোপাট করে দেওয়া হয়। দু'জন সিরিয়াল কিলারকে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা দেয় সে। ইতিমধ্যেই রিজওয়ান সহ ওই দুই সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে পুলিশ। .

১ লক্ষ ৪০ হাজার টাকা খরচ করে স্ত্রীকে খুন স্বামীর

স্থানীয় সূত্রে খবর, মুসকান রিজওয়ানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। একটি সন্তান রয়েছে এই দম্পতির। সন্তানকে মানুষ করা নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত রিজওয়ান ও মুসকানের মধ্যে। পুলিশি জেরায় রিজওয়ান জানায়, এই অশান্তি সহ্য করতে না পেরেই স্ত্রীকে খুন করার সিদ্ধান্ত নেয় সে।

সন্তানকে নিয়ে অশান্তি,সিরিয়াল কিলারদের সঙ্গে মিলে স্ত্রীকে খুন স্বামীর