প্রতীকী ছবি (Photo Credit: X)

নয়াদিল্লিঃ পরকীয়ায় মগ্ন স্ত্রী। সেই রাগে স্ত্রীয়ের প্রেমিককে(Boyfriend) খুন (Murder) করল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দিল্লিতে(Delhi)। অভিযুক্তের নাম আজমত। খুনের দায়ে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে শাস্ত্রীপার্ক থানার পুলিশ। সোমবার বাড়ি ফিরে প্রেমিকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে আজমত। এরপরই স্ত্রীর প্রেমিক ঋত্বিক বর্মার(২১) উপর চড়াও হয় সে। প্রথমে মারধর তারপর ধারাল অস্ত্র দিয়ে এলাপাথারি কোপ মারা হয়। গুরুতর জখম হন ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহত ব্যক্তিকে প্রথমে জাগ প্রভেশ চন্দ্র হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে গুরু তেজ বাহাদুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে সেখানেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই এই ঘটনায় ধৃত আজমতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। শাস্ত্রীপার্ক থানার এক পুলিশ আধিকারিক বলেন, "সোমবার রাত ৯ টা নাগাদ আমাদের কাছে খবর আসে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জাগ প্রভেশ চন্দ্র হাসপাতাল থেকে পরে তাঁকে গুরু তেজ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। জীবিত অবস্থায় বক্তব্য রাখার মতো অবস্থায় ছিলেন না তিনি। গোটা ঘটনার রদন্ত শুরু হয়েছে। খুনের দায়ে অভিযুক্ত আজমতকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।"

পরকীয়ায় মগ্ন স্ত্রী, রাগের বশে  সহধর্মিণীর প্রেমিককে খুন করল যুবক