Monkey, Representational Image (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ বাঁদরের(Monkeys) হাত থেকে স্ত্রীকে বাঁচাতে গিয়ে, ছাদ থেকে পড়ে মৃত্যু ৬১ বছরের বৃদ্ধের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বরেলির(Bareilly) কালিবাড়ি এলাকায়। জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম জগদীশ কুমার। গত, ৪ ফেব্রুয়ারি বিকেলে ছাদে জামাকাপড় আনতে গিয়েছিলেন তিনি। ছাদে গিয়ে দেখেন তাঁর স্ত্রীকে আক্রমণ করেছে একদল বাঁদর। ভয়ে চিৎকার করছেন স্ত্রী। এই দৃশ্য থেকে বাঁদরদের হাত থেকে স্ত্রীকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন তিনি। আর সেই সময়ই বাঁদরের তাণ্ডবে পা পিছলে ছাদ থেকে পড়ে যান ওই বৃদ্ধ। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

বাঁদরের উপদ্রবে ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধের

স্থানীয় সূত্রে খবর, পেশায় ব্যবসায়ী ছিলেন নিহত বৃদ্ধ। স্ত্রী এবং ছেলেকে নিয়ে কালিবাড়ি এলাকাতেই থাকতেন। স্থানীয়দের অভিযোগ, ইদানিং ওই এলাকায় ভীষণভাবে বেড়েছে বাঁদরের উপদ্রব। কর্তৃপক্ষকে সে ব্যাপারে জানালেও কোনওরকম পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁদের।

 বাঁদরের হাত থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের