নয়াদিল্লিঃ জুটল না চিকিৎসা(Treatment)। হাসপাতালের (Hospital) গেটে অপেক্ষা করতে করতে মৃত্যু রোগীর। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউতে। মৃত ব্যক্তির নাম কাশী প্রসাদ গোস্বামী। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন দিয়ে তাঁর অবস্থা স্থিতিশীল করার পর কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে তাঁকে স্থানান্তর করা হয়।
হাসপাতালে মিলল না চিকিৎসা, মৃত্যু বৃদ্ধের
কিন্তু রোগীকে সেখানে নিয়ে যাওয়া হলে বেড বা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়নি হাসপাতালের তরফে। পরিবারের অভিযোগ, প্রায় চার ঘণ্টা ধরে ওই বৃদ্ধকে স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছিল। তাঁকে কোনওরকম পরিষেবা দেওয়া হয়নি। শেষে নিরুপায় হয়ে সেখান থেকে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। এরপর দুই হাসপাতালের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ আনে রোগীর পরিবার। যদিও সরকারি হাসপাতালেত তরফে জানানো হয়, হাসপাতালে ভেন্টিলেটর বেড না থাকায় ওই বৃদ্ধকে ভর্তি নেওয়া সম্ভব হয়নি।