দিল্লি, ১০ জুলাই: কয়েক কোটি টাকার দেনা। অনেক চেষ্টা করেছিলেন কিন্তু টাকার জোগাড় করতে পারেননি। তাই শেষ পর্যন্ত নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন শাজ়েব শাকিল নামে এক ব্যক্তি। মৃত্য়ুর আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে অবতীর্ণ হন শাকিল। সেখানে তিনি বলেন, বাজারে তাঁর কয়েক কোটি টাকার দেনা (Debt) রয়েছে। বেশ কিছু ভুল সিদ্ধান্তের জন্য তাঁর আজ এই হাল। কোনওভাবে তিনি টাকার জোগাড় যেমন করতে পারেননি, তেমনি জীবনকে সুষ্ঠুভাবে চালাতেও পারেননি। তাই শেষ পর্যন্ত আত্মহত্য়ার সিদ্ধান্ত নিলেন বলে জানান শাকিল।
পাশাপাশি শাকিল আরও বলেন, তিনি মুকেশ আম্বানি (Mukesh Ambani), সলমন খান (Salman Khan), শাহরুখ খানদের (Shah Rukh Khan) সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে সফল হনিন। অনেকবার নানা চেষ্টা করেও দেশের বড় বড় মানুষের নাগাল তিনি পাননি। তাই টাকার জোগাড় করতে পারেননি।
তবে তাঁর মৃত্যুর পর সলমন খান, শাহরুখ খানরা যাতে শাকিলের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, সেই আবেদনও করেন তিনি। পাশাপাশি দেশের যে সমস্ত মানুষের কাছে ২৫,৩০ কোটি টাকা কোনও ব্যাপার নয়, তাঁরা যেন শাকিলের বাবা, মা, স্ত্রী, সন্তান এবং ভাইয়ের পাশে দাঁড়ান, তেমন আবেদনও তাঁকে করতে শোনা যায়।
শুনুন কী বললেন লখনউয়ের ওই ব্যক্তি...
करोड़ों के कर्ज़ के बोझ से दबे युवक ने की आत्महत्या
गुडंबा के रिंग रोड पर आवास में गोली मारकर की आत्महत्या
आत्महत्या से पहले युवक ने सलमान खान मुकेश अंबानी सहित तमाम बड़े लोगों से परिवार की मदद करने की गुहार लगाई
फेसबुक लाइव पर अपनी पीड़ा बयान कर शाहज़ेब शकील ने की आत्महत्या… pic.twitter.com/2shahNvO3S
— Aaj Ki Khabar (@AajKiKhabarNews) July 9, 2025
স্বজ্ঞানে থেকে শাকিল ওই আবেদন করেন ক্যামেরা অন করে। এরপরই তিনি আত্মহত্যা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাকিলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। উত্তরপ্রদেশের লখনউ থেকেই এবার এমন এক মর্মান্তিক ভিডিয়ো উঠে আসে। যেখানে কোটি কোটি টাকার দেনার দায়ে ভিডিয়ো রেকর্ডের পর আত্মহত্যা করেন মাঝ বয়সী ব্যক্তি।