আলিগড়: ট্রেনের কর্নার সিটে জানলার ধারে বসেছিলেন এক যাত্রী। আচমকা রেলের ট্র্যাকে (railway track) কাজ করার সময় একটি লোহার রড (iron rod) ছিটকে এসে তাঁর গলার নিচে দিয়ে ঢুকে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে কানপুরগামী (Delhi-Kanpur) নীলাচল এক্সপ্রেসে (Neelanchal Express)। পরে ট্রেনটি আলিগড় জংশনে (Aligarh Jn) এসে থামতে ওই যাত্রীর মৃতদেহটি জিআরপির (GRP) হাতে তুলে দেওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তারও তদন্ত করা হচ্ছে।
এপ্রসঙ্গে এনসিআরের (NCR) মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) জানান, নীলাচল এক্সপ্রেসের জেনারেল কামরায় বসেছিলেন ঋষিকেশ দুবে (Harikesh Dubey) নামে সুলতানপুরের (Sultanpur) এক ব্যক্তি। আচমকা জানলা দিয়ে একটি লোহার রড তাঁর গলায় ঢুকে যায়। এর ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
A pax, sitting on a corner seat, onboard Neelanchal Express(Delhi-Kanpur)died when an iron rod being used in a railway track work entered the train by damaging the window&pierced his neck. Train was stopped at Aligarh Jn & body handed over to GRP. Investigation underway: Railways
— ANI (@ANI) December 2, 2022
Harikesh Dubey of Sultanpur dies after a five foot long iron rod from outside rammed through the window and pierced his neck in general compartment of Neelanchal Express in Aligarh.
CPRO NCR giving out the details. pic.twitter.com/yVw9oSIN7j
— Haidar Naqvi🇮🇳 (@haidarpur) December 2, 2022