নয়াদিল্লিঃ বন্ধুদের (Friends) সঙ্গে বাজি লরে মদ্যপান (Drinking)। জল ছাড়া পাঁচ বোতল মদ খেয়ে মৃত্যু ২১ বছরের তরুণের। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) নাঙ্গালি এলাকায়। মৃত যুবকের নাম কার্তিক। বয়স ২১। গত বুধবার মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে আড্ডায় কার্তিক জানান, তিনি জল ছাড়া পাঁচ বোতল মদ খেয়ে নিতে পারেন। প্রথমে তাঁর কথায় অবাক হন বন্ধু ভেঙ্কাটা, শুভ্রমানিরা। নিজেকে প্রমাণ করার জন্য বন্ধুদের সঙ্গে ১০ হাজার টাকার বাজি ধরেন কার্তিক। আনা হয় পাঁচ বোতল মদ। এরপর তা পান করা শুরু করেন কার্তিক।
বন্ধুদের সঙ্গে বাজি ধরে মদ পান করতে গিয়ে বিপত্তি, মৃত্যু যুবকের
পাঁচ বোতল মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে কোলার জেলার মুলবাগাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত কার্তিকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে খবর, মাত্র ১ বছর আগেই বিয়ে করেন কার্তিক। কয়েক মাসের একটি সন্তান রয়েছে তাঁর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।
১০ হাজার টাকার বাজি ধরে জল ছাড়া ৫ বোতল মদ পান, মৃত তরুণ
Man, 21, Dies After Drinking 5 Bottles Of Neat Liquor Over Rs 10,000 Bethttps://t.co/O4eK9FOfGT pic.twitter.com/kEAzrjpoy1
— NDTV (@ndtv) May 1, 2025